English

Site map
New Page 2

সীমানা পুননির্ধারন

জাতীয় সংসদের আসনবিন্যাস

নির্বাচন কমিশন

নির্বাচনি আইনসমূহ
সচিবালয় ও মাঠপর্যায় পূনর্গঠন
অর্গানোগ্রাম
নির্বাচনি পরিসংখ্যান
পুরস্কারের তালিকা
নির্বাচন কমিশন বার্তা
ভিডিও গ্যালারী
গবেষণা

ব্যবসা-বাণিজ্য

টেন্ডার সংক্রান্ত তথ্য
নতুন টেন্ডার
চাকুরীর খবর

নির্বাচন পর্যবেক্ষণ

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা
পর্যবেক্ষক ফরমসমূহ
পর্যবেক্ষক সংস্থার তালিকা

ডাউনলোড

ডাউনলোড নিকস ফন্ট ও কনভার্টার
অফিস আদেশ

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)

প্লট-ই, ১৪ জেড-এ, আগারগাঁও, ঢাকা-১২০৭

ফ্যাক্স নং- ৫৮১৫৩৫২৫

Email: dg_eti@yahoo.com

www.ec.org.bd

প্রতিষ্ঠাঃ

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) জানুয়ারী ১৯৯৫ হতে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন একটি প্রকল্প হিসেবে কাজ শুরু করে। প্রকল্পের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সাফল্যের সাথে অর্জিত হওয়ায় প্রকল্পটি ০১ এপ্রিল ১৯৯৯ তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ের রাজস্বখাতে অন্তর্ভূক্ত হয়।


লক্ষ্য ও উদ্দেশ্যঃ  

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা সার্বিকভাবে নির্ভর করে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর। এ জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের এ ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। নির্বাচন কমিশনের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়াও সাধারণ ভোটার, রাজনৈতিক কর্মী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে।

ভৌত অবকাঠামোঃ

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট প্লট-ই, ১৪ জেড-এ, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ অবস্থিত। ওয়াই-ফাই সুবিধা সম্বিলত কম্পিউটার ল্যাবসহ তিনটি প্রশিক্ষণ কক্ষ, সম্মেলন কক্ষ, বিভিন্ন বই ও সাময়িকী সমৃদ্ধ একটি আধুনিক লাইব্রেরী ও অন্যান্য প্রয়োজনীয় কক্ষ রয়েছে এবং একটি ল্যাঙ্গুয়েজ ল্যাব (ইংরেজি) চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

জনবলঃ

মহাপরিচালকসহ ১৩ জন ১ম শ্রেণীর কর্মকর্তা, ২০ জন ৩য় ও ২০ জন ৪র্থ শ্রেণীর কর্মচারী কর্মরত রয়েছে।  
 

প্রশিক্ষণার্থীঃ 

নির্বাচন কমিশনের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী। তাছাড়া বিভিন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ সকল নির্বাচন সংশ্লিষ্ট এবং ভোটার তালিকা প্রণয়ন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী।

প্রশিক্ষক/অতিথি বক্তাঃ  

(১) মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব, সিস্টেম ম্যানেজার ও উপ-সচিবসহ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তাবৃন্দ;

(২) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক, পরিচালকসহ প্রথম শ্রেণীর কর্মকর্তাবৃন্দ;

(৩) আঞ্চলিক/সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা;    

(৪) বিআইএএম, ফিমা, অডিট অফিস, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, আইআইসিটি, বিসিএস (প্রশাসন) একাডেমি, বিপিএটিসি ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের পেশাদার ও দক্ষ প্রশিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণ পদ্ধতিঃ

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট সাধারণভাবে অংশগ্রহণমূলক প্রশিক্ষণ পদ্ধতি এবং শ্রেনীকক্ষে বর্ত্তৃতা প্রদান পদ্ধতি অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান করে থাকে।

বর্তমান কার্যক্রমঃ

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী এবং বিভিন্ন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য নিম্নবর্ণিত প্রশিক্ষণ কর্যক্রম গ্রহণ করেছেঃ

(১) অফিস ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ;

(২) ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ;

অনুষ্ঠিতব্য কার্যক্রমঃ

দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিম্নবর্ণিত প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে t

i)   কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত ওয়ার্কসপ;

ii)   প্রশিক্ষকদের প্রশিক্ষণ (TOT) ;

iii)   রিটার্নিং অফিসার, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং;

iv)   প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ;


নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য এবং এ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আয়োজিত বছর ভিত্তিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সংখ্যা

ক্রমিক নং

বছর

প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের সংখ্যা

০১.

এপ্রিল ১৯৯৫ হতে ডিসেম্বর ১৯৯৫

১১১৬

০২.

১ জানুয়ারী, ১৯৯৬ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৬

৭৩৯

০৩.

১ জানুয়ারী, ১৯৯৭ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৭

৩,৯৯,৩৭৮

০৪.

১ জানুয়ারী, ১৯৯৮ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৮

১০,৪৭৮

০৫.

১ জানুয়ারী, ১৯৯৯ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৯

৪১,৪০৮

০৬.

১ জানুয়ারী, ২০০০ হতে ৩১ ডিসেম্বর, ২০০০     

৩,৬২,২৬৯

০৭.

১ জানুয়ারী, ২০০১ হতে ৩১ ডিসেম্বর, ২০০১     

৬,৬৮,৫৪০

০৮.

১ জানুয়ারী, ২০০২ হতে ৩১ ডিসেম্বর, ২০০২  

৩৫,০৭৮

০৯.

১ জানুয়ারী , ২০০৩ হতে ৩১  ডিসেম্বর, ২০০৩

৫,১৬,০৯৭

১০.

১ জানুয়ারী , ২০০৪ হতে ৩১  ডিসেম্বর, ২০০৪

৫৪,২৯৫

১১.

১ জানুয়ারী, ২০০৫ হতে ৩১  ডিসেম্বর, ২০০৫       

৩,০৩,৭৬৫

১২.

১ জানুয়ারী, ২০০৬ হতে ৩১ ডিসেম্বর, ২০০৬  

৬,৭১৪

১৩.

১ জানুয়ারী, ২০০৭ হতে ৩১  ডিসেম্বর, ২০০৭

১,৫৮,০৫৭

১৪.

১ জানুয়ারী, ২০০৮ হতে ৩১  ডিসেম্বর, ২০০৮

৯,৬১,০৮৬

১৫.

১ জানুয়ারী, ২০০৯ হতে ৩১  ডিসেম্বর, ২০০৯ 

৯৯,৭২৫

১৬.

১ জানুয়ারী, ২০১০ হতে ৩১  ডিসেম্বর, ২০১০

২৫,৬৫৫

১৭.

১ জানুয়ারী, ২০১১ হতে ৩১  ডিসেম্বর, ২০১১

৭,৬৬,৬৩৬

১৮.

১ জানুয়ারী, ২০১২ হতে ৩১  ডিসেম্বর, ২০১২

১০৮৯৬৫

১৯.

১ জানুয়ারী, ২০১৩ হতে বর্তমান পযর্ন্ত

২৯২২১


মোটঃ

৪৫৪৯২২২

নিউজ আপডেট

জাতীয় পরিচয়পত্রের সার্ভিস ফি
জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না করা প্রসংগে
 

নির্বাচন কমিশন বাংলাদেশ

নির্বাচন কমিশন বাংলাদেশ -এর ওয়েবসাইটে স্বাগতম।

 
 

এনআইডি অনলাইন সার্ভিসেস

 
 

কর্মকর্তাদের টেলিফোন নাম্বার

 
 

ওয়েব মেইল 

 
 

ওয়েব লিংক

১.প্রধানমন্ত্রীর কার্যালয়
২.মন্ত্রিপরিষদ বিভাগ
৩.জনপ্রশাসন মন্ত্রণালয়
৪.অর্থ মন্ত্রণালয়
৫.জাতীয় তথ্য বাতায়ন
৬.আইসিটি বিভাগ
৭.বিজি প্রেস
৮.জন্ম নিবন্ধন সনদ যাচাই
৯.জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ

ইএমবি ফোরাম , সাউথ এশিয়া এর সদস্য রাষ্ট্রসমূহের নির্বাচন কমিশনের ওয়েবসাইট

 afghanistan আফগানিস্তান
 bangladeshবাংলাদেশ
 bhutanভূটান
 indiaভারত
 maldivesমালদ্বীপ
 nepalনেপাল
 Pakistanপাকিস্তান
 sri lankaশ্রীলঙ্কা

 
 

ফোকাল পয়েন্ট কর্মকর্তা

কাজী মুহাম্মদ জিয়াউল হক
সিস্টেম এনালিস্ট
উপাত্ত ব্যবস্থাপনা অধিশাখা
নির্বাচন কমিশন সচিবালয়
নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: +৮৮০-২-৫৫০০৭৫৪৭
E-mail
data_management@ecs.gov.bd 

 

Home | Disclaimer 

Last updated: March 09th, 2017 01:23 AM | © 2000-2013, Election Commission Bangladesh. All Rights Reserved
Best viewed at 1024 x 768 pixels